নিরুদ্দেশ
(জাকির হাসান)
নিরুত্তর, নিভৃতে, কি যাতনে নোনা জলে, দুর আরো দুর-বহুদুরে
বসন্ত ফাগুনে রঙ্গিণ তুমি তোমাকেই মনে পড়ে
কতদিন দেখিনি তোমায়.......
দেখতে সাধ হয়
কতটুকু প্রেম দিয়ে গড়েছিলে আমায়
হাজারো স্মৃতির উথাল পাথাল
কাটলো তোমার মায়ায় কতশত কাল
মায়াবী ঘোর অমাবস্যায়, অচেনা অজানায় ভেষে
অামি নিরুদ্দেশে
হয়নি সাঙ্গলীলা, একসাথে পথ চলা
তবু তোমারেই পেলাম আপনার মাঝে মাতিনু সারা বেলা
কি যে ভাবাবেগে কতশত বেশে
এসেছ তুমি অামার দুয়ারে অামি নিরুদ্দেশে
নীল শাড়ীতে, কাজল চোখে, পদ্মলাল টিপে
আসতে তুমি শত ওছিলায় আমারি বিরান দ্বীপে
সেই যে হাহাকার মায়াভরা মুখ আজ বিলীন নীলাচলে
অামি নিরুদ্দেশে
তুমি অজস্র যেজন দুরে, দুই দুয়ারীর বেশে
অামি দগ্ধ-উদয়ে দুপুর নিশিথে
আজও হারায় নিরুদ্দেশে
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৬ রাত ৯:৪৯