মানব জমিন
(জাকির হাসান)
কুলের দেখা নাই
অথৈ জ্বলে ভাসছে সবাই কি হবে গো সাঁই
সাধনাতে রুচি নাই, ভোগে টাল মাতাল
সাধুর কাছে আনাগোনা হয়ে বেসামাল
ছেড়া পালে দমকা বাতাস জোরে মারে টান
স্বর্থ সিদ্ধি হলনা তোর ভাঙ্গা সুরে গান
কত রঙ্গ সাঙ্গ করে চলছে মহাকাল
কালের ভেলা কাটলো মায়ায় ছিড়লো নাকো জাল
চরণ তলে ফাকা জমিন, সাধু সঙ্গ হল রঙ্গিণ
মহাজনের হল জামিন, রইলি কোথা সেদিন
ঘোর নিশিথে যাত্রাকালে ভোর হলরে যেদিন
পড়লিরে তুই যমের ঘরে
যম ধরিল অনাচারে
প্রান্ত পথে সিক্ত নয়ন পারের কড়ি নাইরে
পন্ড হল ভবের খেলা মানব জমিন ভাইরে
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯