দহণ
(জাকির হাসান)
দহনে তোর নিত্য জাগরন
কি যেন মায়ায়
কোন অজানায়
বিষমও বিরহে ক্ষনে ক্ষনে অকারণ
শুনিতে তাহার কথা
হৃদয়ে ব্যাকুলতা
আপন মাঝে যাত্রা কালে মেলে তার দেখা
করিলাম তারে বারণ
তবু সে করে জ্বালাতন
ভেতর থেকে ভিত গড়েছে তার এমনি আলাপন
সাঙ্গ হল মায়ার খেলা
লুকোচুরি সারাবেলা
কালের ভেলায় রঙ্গ করে কাটলো কত বেলা
গ্রহণ কালে রাহু গ্রাসে মায়ার- ই বাধন
হয়নি বিভাজন
প্রেম করেছি রাহুর সাথে দিয়ে প্রান মন
প্রেম করিলে এমন দহনে নিত্য জাগরণ
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৬ রাত ১১:০৫