পেতাত্মার হাঁসি
(জাকির হাসান)
অন্তসার তোর খাঁ খাঁ হৃদয়
বাইরে ভাঁড়ামী তোর ভেতরে ক্ষয়
বাসনার বিলাস তাড়িত হয়ে ছুটেছিস অবিরত
আত্ম স্বার্থে নিমগ্ন তুই নিস্ব প্রতিনিয়ত....
হৃদয় নিভৃতে কথা কয়
সেথায় মিথ্যার ঠাঁই নাই
হরেক বদনে ঘুরে ফিরে তুই যখন আপন ঘরে
সেথায় তুই নিস্ব ওরে অভাগা চীরতরে
সমাজের অবক্ষয়
জগত সংসারে বিত্তবানরাই সমাজের ধারক হয়
কত যুগে কত অভাগার ক্রন্দনে কাঁদিল বিশ্মবাসী
সমাজ পতি গায় সাধুগান ভেতরে পেতাত্মার হাঁসি
আবার চাপা পড়া যত অভাগার দল যারা মুক্তির প্রতিক্ষায়
মানবতাবাদী মুখোশের আড়ালে তারাও বদলে যায়
অর্ধেক জীবণ যার চাষার ঘরে কাটলো অনাদরে
বিদ্যা শেষে চাকরী নিয়ে সে সিঁদ কাটে পরের ঘরে
নগ্ন উল্লাসের পদভারে আক্রান্ত আজ বিশ্মবাসী
আমি বিদগ্ধ আত্মায় চারিদিকে শুনি পেতাত্মার হাঁসি
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ৯:১০