প্রবঞ্চনা
(জাকির হাসান)
প্ররোচিত প্রবঞ্চনায়, না বুঝে নিত্যি দোড়াই
আপন কুলে চৈতণ্য হারায়-আবার ফিরে পাই
দুবৃত্তের ফাঁদে, কারন অকারনে
লঘিবে ব্যাথা এই আশা মনে
পড়িলে সংকট সংকুলে
আপনার ভিত সুচকে মেলে
কতটুকু তুই ভবের খাতায় হিসাবে রইলি দেনা
হিসাবে তোর বিস্তর ফাঁকি শুধু করলি বাহানা
বিধাতার দন্ড, কে বা সাধু ভন্ড
মানুষ বসতি বিন্যাস করে করলি কত কান্ড
আবার হাটে ঘাটে মাঠে, কিতাবের পাঠে
বিশাল জনস্রোতে, কালে মহাকালে, ঘুরে ফিরে এই পটে
প্ররোচিত প্রবঞ্চনার আখ্যান
করিল বিধাতা বয়ান, শ্রেণী সংঘাতে কোলাহলে তবু মানুষ মহান
যদি অনাচারে কেউ করে বিধাতার অপমান
দিন লিপিতে নিত্য বিনাশ সে জন সম-পরিমান
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:৪২