পীর-ধারা
জাকির হাসান
ধর্ম ভিত্তিক রাজনীতি আদিকালের সংস্কৃতির গোড়ামী
পিতার আদর্শ বলি দিয়ে পীর বাবা নিয়ে ভন্ডামী
পথে পথে মাজার, খাজা বাবা ভাজা বাবা
বাবার দুয়ারে মাথা ঠুকে কয় এই হল মোর কাবা
ওরে গাধা কোথায় কাবা কোথায় বাবা শুধু শুধু মারহাবা
বাবা তোরে মারলো থাবা খুঁজে দেখ কোথায় কাবা
সর্ব ভজন ভজলি যারে নিজেরে তুই তুচ্ছ করে
আপনারে তুই চিনলি নারে পরকে নিয়ে কাঁদলি ঘরে
এমনি করে হেলার ভেলায় দিন কেটে যায় অন্ধ মায়ায়
মায়ার ধোকায় থাকবি কত দিন বাড়ি যায় অবিরত
পীর মনিব তোর আপন হৃদয়
নিজ গুনেতে আলো জালতে হয়
কত আলো জগতে তোর ভাঙ্গবে বুঝি এবার তোর ঘোর
ধর্ম শুরু- ধর্ম গুরু মানতে রাজি তবে
ধর্ম তত্বের মর্ম তত্ব কি করে তোর হবে
আদি তত্ব পাদি তত্ব মৌলভি মোড়ল ছালা সত্ব
ধামা ধরা ফাঁকি দেওয়া স্বার্থ তত্বে আছে মত্ব
জগৎ হল রঙ্গের মেলা রং বেরং এর যাত্রা পালা
ডিরেক্টর সাহেব চাবিওয়ালা, চাবিওয়ালার মন ভালা
তোদের নিয়ে করে খেলা
খেলার মেলা খেলার ভেলা
খেলতে খেলতে জগৎ চলা
চলতে চলতে থমকে দাঁড়া
ভেবে দেখ তুই বা কে, ওরাই বা কারা
খুলবে তোর মতিভ্রম লাভের পাল্লা একটু কম
কি হয়েছে তাতে, সকল তালা খুলে গেছে তোর-ই আলোর ঘাতে
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৪৮