পুথির বড়াই
(জাকির হাসান)
পুথিকে পুঁজি করে হলি বিদ্যান
হৃদয়ের দৈন্যতা তবু তোর পাহাড় সমান
এলে বেলে ব্যোমকেশে পুথির সপান
ঘাড় মুড়ে হলি তুই বড় বিদ্যান
করলি বিধান বয়ান বসে উচ্চাসন
বিধানের লেবাস গায়ে হলি মহাজন
দামি গাড়ী সুট প্যান্ট অভিজাত লেবাস
বিশেষ বিশেষনে কত সমাদরে তোর বসবাস
প্রাচুর্য আভিজাত্য দিয়ে করিস মানব বিন্যাস
পুথির মালা গলে পরে হলি বদমাস
ধরলি নানান ভেক, রঙ্গে ঢঙ্গে ম্যাত ম্যাত
কত সাধকের আবাদী ফসলে তোর বাজিমাত
সাধক যে জন সে যে বড় মহাজন
জাতকে করিল তুচ্ছ করিল মানবতা আপন
তুলে সাধকের পাল, উল্টো চালালি হাল
মানব ভবে আজব বেকুব হয়ে রইলি চীরকাল
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৩৪