বিজ্ঞপ্তি
(জাকির হাসান)
যা হারিয়ে গেছে তা কি হবে খুঁজে লন্ঠন জ্বালী
মৌন ঝড়ে বন্হি বাতাস দিক-বিদিকে করবে ছুটাছুটি
পূন্য হৃদয় তোর হবে মরুভূম, যেমন তপ্ত রোদেলা বালী
হয়ত তোর বুকের গভীর থেকে নিদারুন করুণার্তী
আর্তনাদ করে হাত জড় করে ক্ষমা চাবে মেঘ বালিকার প্রতি
তোর স-করুন মুখ পানে তাকাবে কি তাকাবে না ?
বিক্ষিপ্ত খেয়ালে তোর পানে দু ফোটা অশ্রু ফেলিবে কি ফেলিবে না?
বৃথা হবে তোর মরণ বাঁচন এমনি সন্ধিক্ষন
কি দোষে তোর বাহির ভেতর
নগ্ন হয়ে কে যেন দিবানিশি খেলা করে তোর বুকের উপর
শত সহস্র বছর ধরিয়া তার অদৃশ্য অবাধ বিচরণ
শুকনো হৃদয় করে হাহাকার আজও জানিনা তার কি কারণ
তার রুমঝুম নুপুর পায়ে ছন্দ
তোর তৃষ্ নার্ত মনে দেখা দেবে দন্দ?
সে আসিবে কি আসিবেনা ?
তোর নি:সঙ্গ পানে চাহিবেনা
প্রতিক্ষার প্রহর ফুরিয়ে যাবে তবু দিবাপানে তুই অন্ধ
পেয়ে হারানোর ব্যাথা ক্ষণে ক্ষনে
হৃদয়ে জাগিয়া কহিবে কথা এমনি করে তোর আত্মার সনে
সোনার পরশ, রুপার পরশ
মিছে ভাবাভাবিতে জীবনের খাতায় তোর বে-হিসেবি খরচ
ছিঁড়ে ফেল তোর গ্লাণীকর বে হিসাবী জীবনের খাতা
অমিত্রা অক্ষর ছন্দে সাঁজা তোর জীবনের নতুন পাতা
আমি স্পষ্ট করে বলি ভূল, সব ভূল সে মেকি অনামিকা
হেথা প্রেম নয় ছিল চাতুরীপনা
অলক্ষি অনাবাসী, সে যে হেয়ালী সর্বনাসী
তোর উষ্ণ দুয়ারে সে আজন্মই ফাঁকি
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৬ রাত ১:৪৪