কিছু স্থির চিত্রের স্মৃতিচারণ
জাকির হাসান
প্রাইয় কিছু স্থির চিত্রের মাঝে ভেঁষে বেড়াই
হৃদয় আমার কত শত বার বিদ্ধস্থ
পতিত ধ্বংসালয়ে শুধু ছবিগুলো জীবন্ত হয়
প্রথম যৌবনের প্রেম
নিরুদ্দেশ হয়ে পথে পথে ফেরা
বেঁচে থাকার সংগ্রামে বিদ্ধস্থ মুখগুলো স্থির চিত্রের মত আমার দিকে তাকিয়ে রয়
তবু কঠিনেরে বাসলাম ভালো
দেখলাম-উচ্চ বিত্ত,মধ্যবিত্ত,গৃহহীন ভাসমান উদ্বাস্তু
অাদিম গুহা মানব ও দেখেছি
সভ্যতার বিবর্তনে বদলে যাওয়া মানুষ দেখেছি
নিম্ন আয়ের দেশে শ্রেণী-বৈসম্য, ধর্মান্ধতা, কপটতা,বর্বরতা দেখেছি
বিলুপ্ত মানব সত্তার মুখোমুখি দাঁড়িয়ে বিলাপ করেছি
পতিত হওয়ার দু:সহ যাতনায় ক্রোধে ফেটে পড়েছি
প্রাকৃতিক বিপর্যয়, আগুনে পোড়া মানুষ, মাতৃগর্ভে বুলেটে আহত শিশু......সাহেবের বাড়িতে গৃহকর্মী.......অনাথ পথশিশু....দলাদলি, চামচামী, লুটপাট, মিছিল মিটিং, অবরোধ,সমাজ কর্তা, অামলা.......দেশি-বিদেশি ডিগ্রীওয়ালা.........রাতের বেলা টি..ভি..তে টক-শো ও দেখেছি
আরো কত কিছু দেখেছি তার হিসাব নাই.........
কোন কিছুই আমাকে আর ভাবাই না
শুধু কিছু স্থির চিত্র ছাড়া
এক বার চাঁদের আলোয় মালতীর মুখখানা দেখেছিলাম খু...উ...ব কাছ থেকে
মালতি কোথায় জানিনা...
সে ছবি স্থির চিত্রের মত আমার দিকে তাকিয়ে রয়.......
আমার জানালার পাশে শিউলী তলায় খু...উ...ব ভোরে সুস্মিতা আমাকে বলল চল আমরা পালিয়ে যায়
আমি কিছুই বললাম না....
সুস্মিতার ছলছলে চোখ স্থির চিত্রের মত আমার দিকে তাকিয়ে রয়
আমার বন্ধু বদরের বোন নির্ঝরা বদরের থেকে আমাকে বেশি ভালবাসত
একদিন মেয়েটি গলায় ফাঁস দিয়ে মারা গেল
পোষ্টমার্টামে জানা গেল মেয়েটি অন্তসত্তা
আসামী আমার আরেক বন্ধু (মজিদ)
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫