পাথর
সুজন শান্তনু
********************
লিখে কী লাভ? বেশ্যার বুকে নাচে সুশীল সমাজ
শীৎকার সব চিৎকার- কলুষিত জাতীয় সঙ্গীত
সব কিছু বাসি-মাল; অযথা মঙ্গল শোভাযাত্রা
নারদের ঈশ্বরেরা নগ্ন-নৃত্যে মজে ক্যাসিনোয়
সব শালা বুদ্ধিজীবীঃ বুদ্ধি বেচে খায়; জ্ঞানপাপী।
সব শালা সাধুপীরঃ ভণ্ড; নষ্ট করে মানুষের
সরল বিশ্বাস আর ধর্মের নামে করে ব্যবসা।
সব শালা রাজনীতিকঃ মোনাফিক, পুঁজিবাদী পশু।
যুগ-যুগান্তর কেটে যায় বাৎস্যায়ন নয়, আজ
শোষণের কামসূত্র রচে অথর্ব শাসক য্যানো
দাজ্জালের হলো আগমন।
বুর্জোয়া নয়, দোষের ভাগী সর্বহারা- ক্যানো নেই
ঐকতান? ক্যানো চুপ? বুকের ভেতর সূর্য ডোবে।
সব শালা সাহিত্যিকঃ পা-চাঁটা চামচা; ল্যাখে অশ্লীল
কাব্য আর খানকিদের গুদে খোঁজে মদিরার গন্ধ।
লিখে কী লাভ? নুহের নগর ডোবে লীথির বানে!
তবু এক ক্ষ্যাপা কবি আজ কবিতার কিস্তি নিয়ে
ডাকে- আয় আয়! সেও দ্যাখো মেডুসার চোখে চোখ
রেখে হলো লা-খাপ্পা পাথর।
(#ছন্দ_অক্ষরবৃত্ত)
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১