লজ্জিত গনতন্ত্র
সাইফুল ইসলাম মজুমদার
আজ লজ্জার ১ মুঠো চাদরে আমায় ঢেকে দাও।
আমি এই চোখ দেখাতে চাই না।
ভাবছ এক মুঠো কেন বল্লাম কেন?
কারন আজ এ সমাজে লজ্জার বড় অভাব!
তোমরা কেউ কি আমায় একটি টিনের চশমা বানিয়ে দিতে পারবা?
চোখে লাগিয়ে হাটবো বলে।
কারন ধর্ষিত নারীর কূল হারানো ক্রন্দন আমি এই চোখে অবলোকন করতে চাই না।
আমায় একটুখানি তুলো দাও, কানে গুজবো বলে।
হয়তো ভাববে কানে তুলো কেন দেব, পাগল নাকি???
কারন আমি জম্রাজ্যবাদের দাম্বিকতায় পিষ্ট হওয়া
অসংখ্য নিরপরাধ আত্নার আহাজারির শব্দে আজ আমি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি!
ওহে সভ্যের দল!
আমায় একটি নাকবন্ধ দাও।
রাস্তার পাশে গড়ে উঠা বস্তি, রেললাইন কিংবা
পুটপাতে শুয়ে থাকা মানুষগুলোর গায়ের গন্ধ
আমি শুকতে চাই না।
ওরে বেকুপের দল!
আমায় একটা শক্ত লোহার টুপি দে।
মাথা ঢাকবো বলে।
রাস্তার নোংরা রাজনৈতিক কর্মীদের লাঠির আঘাত
যাতে আমার মাথায় না লাগে!
কে কোথায় আছিস!
ফুল, পানি কিংবা সংবাদপত্র হাতে ঘোরা ওই রাস্তার শিশু গুলোকে গেট হতে তাড়া।
গাড়ি বের কর।
আমার ছেলেটা এখনি স্কুলে যাবে।
বুউউম! বুউউম!!
দারোয়ান! দারোয়ান!
হাসপাতালের প্রধান দরজা বন্ধ করে দাও।
পাশে রাস্তায় কে বা কারা আগুন দিয়েছে। নয়তো
এখনি কিচু গরিবের দল এসে ঢুকবে!
এই কে কোথায় আছিস??
আমাদের খাদ্য গুদামের দরজা সিল করে দে।
দেশে দুর্ভিক্ষের আভাস দেখা যাচ্ছে।
নয়তো আমাদেরই না খেয়ে মরতে হবে।
হায়!
সেক্যুলার দেশপ্রেমিকের দল!
আমায় তোরা চিনেছিস??
আমি তোদের বহুল প্রত্যাশীত
চোখ,কান,নাক ও বিবেকহীন গনতন্ত্র!!
হ্যা! আমি তোদের গনতন্ত্র।
28/12/2014
ফেনী
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১