নওগার পত্নিতলায় জন্ম গ্রহন করা ফারুক মাহফুজ আনাম ওরফে 'জেমস' কে দেশের মানুষকে নতুন করে চেনানোর কিছু নেই। জেমসই বোধহয় একমাত্র গায়ক যাকে দেশের সব শ্রেনীর মানুষ আজ পর্যন্ত সমান পছন্দ করে আসছে। দিন দিন যার জনপ্রিয়তা আর্ন্তজাতিক পরিমণ্ডল পর্যন্ত ছড়িয়ে পরছে। ১৯৮০ সালে 'ফিলিংস' নামের ব্যান্ড নিয়ে পারফর্ম করা দিয়ে জেমসের যাত্রা শুরু। 'ষ্টেশন রোড' নামের অ্যালবাম (যার মাঝে দুটি ইংরেজি নাম্বারও আছে) দিয়ে তার আত্মপ্রকাশ। যদিও অ্যালবামটি সে সময়ের শ্রোতাদের গান শোনার রুচির সাথে একটু ভিন্ন মেজাজের হওয়ায় জনপ্রিয়তা পায়নি! এখন বোঝা যায় কি অসাধারন একটি অ্যালবাম এই 'ষ্টেশন রোড'! পরে ১৯৮৮ সালে 'অনন্যা' নামের অ্যালবাম রিলিজ করে সুপার হিট হয়ে যায় জেমস। যদিও এই অ্যালবামে বেশ কিছু নকল আর চটুল গান রয়েছে! জনপ্রিয়তা পেতে হলে যা করতে হয় আরকি!
১৯৯১ সালে রিলিজ পায় 'জেল থেকে আমি বলছি' নামের জেমসসীয় অ্যালবাম! এই অ্যালবাম দিয়েই জেমস তার নিজস্ব স্টাইল খুজে পায়। দেহলভীর কথায় অসাধারন কিছু গান আছে এই অ্যালবামে। তারপর আর জেমসকে পিছু তাকাতে হয়নি! একে একে প্রকাশ পায় তার 'নগর বাউল', 'দুখিনী দুঃখ করো না', 'লেইস ফিতা লেস', 'ঠিক আছে বন্ধু', 'এপি টাফ' নামের মাষ্টার পিস অ্যালবামগুলো। সাথে বিভিন্ন মিক্স অ্যালবামে করা কাজ আছেই। হৃদয়গ্রাহী গানের কথা আর তার সাখে যৌক্তিক স্বকীয় সুরের মিল জেমসকে করেছে অপ্রতিদ্বন্ধী। (বাদ্য বাজনায় পটুতা থাকলেও হালের বিলাক, সিটিসেল মার্কা রাবার ব্যান্ডে আজকাল যা বিরল! কথা আর সুরের মিলন দেখা যায় না! জোর করে বসানো যেন!)। গিটার বাজানোতে রয়েছে দারুন দক্ষতা।
স্টেজে গান শুনে উন্মাদ হয়ে যাওয়া যাত্রা, মিরা বাঈ, মান্নান মিঞার তিতাস মলম, সাপুড়ে, দুষ্ট ছেলের দল মার্কা গান দিয়েই শুধু সম্ভব ছিল!
ছিল বললাম! সময়ের প্রলেপে সব কিছুই ফিকে হয়ে যায় দিনে দিনে। ভোতা হয়ে আসে মেধা প্রতিভা। সাথে সাথে ভালোলাগা পছন্দগুলো ও! যা পৃথিবীর সব শিল্পীর বেলায়ই হয়ে আসছে। সে হিসাব মাথায় রেখে শেষে বলা,
জেমস যে কটা অমর গান সৃস্টি করেছে, যথেষ্ঠ নয় কি?
জেমসের করা আমার ব্যক্তিগত পছন্দের কিছু গান (ঝাকা-নাকাগুলো বাদ দিয়ে), যেগুলো এখনও যে কোন সময় শুনতে ভাল লাগে :
১. ফেরারী
২. প্রিয় আকাশী
৩. এই রাতে
৪. বিবাগী
৫. চিরহরিৎ
৬. দুখিনী দু:খ করোনা
৭. দূরে আছো তাই
৮. হুমায়রা
৯. যতটা পথ
১০. যে পথে পথিক নেই
১১. কতটা কষ্টে আছি
১২. পত্র দিও
১৩. সুশ্মিতার সবুজ অড়না
১৪. শুধু পথ চলা
১৫. তারায় তারায়
১৬. তবে বন্ধু
১৭. যেদিন বন্ধু
১৮. পথের বাপই বাপরে মনা
১৯. ভালবেসে চলে যেও না
২০. দু:খ কেন কর এ মান
সামুতে পাওয়া জেমসকে নিয়ে লিখা আরও কিছু ব্লগ:
১. ডাউনলোডান নগরবাউল জেমস সমগ্র অ্যালবাম
২. শুভ জন্মদিন জেমস; বেঁচে থাকুন আমার আমার আয়ুর চারগুন
৩. গীটার কর্ড
৪. ভালবেসে চলে যেও না, ভালবেসে চলে যেতে নেই.......জেমস
৫. ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে ----- জেমস
৬. আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার ... (জেমস)
৭. লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
৮. দুষ্ট ছেলের দল
৯. লুটপাট
১০. পারবে কি আমাকে ফেরাতে তুমি?
১১. স্টেশন রোড ----- (জেমস)
১২. জেমস এর বাংলাদেশ গান
১৩. ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু- জেমস
১৪. 'গুরু' জেমস নিয়ে কয়েক ছত্র ...
১৫. ঠিক আছে বন্ধু
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৩