ওগো প্রেয়সী আমার,
তোমার -আমার দেখা হবে কি আর ?
শুধু বেঁচে আছি আশা আর নিরাশার মাঝে
ধৈর্য্য ধরে তোমায় দেখার স্বপ্ন নিয়ে ।
তোমায় কি আর পাব-এ জনমে,
নাকি পরের জনমের পরে?
আজ অজস্র রাতের তারাগুলো নিভে গেছে,
নক্ষত্রগুলো দূরে সরে গেছে।
তোমার-আমার ব্যবধান ক্রমাগত বেড়ে গেছে,
আমিও দাঁড়িয়ে আছি কালের সাক্ষী হয়ে
মৌন পাহাড়ের মত করে।
লক্ষ জনম খুঁজে খুঁজে পেয়েছিলাম তোমারে
তবে কেন হারিয়ে যাবে এভাবে ?
তবুও তো ব্যবধান ছিন্ন করে
তুমি আসলে না, জানি না কি ভুলে, কি পাপে ?
ওগো প্রেয়সী আমার যদি সময় হয় তোমার __,
শুধু একবার দেখা দিও, না হয়
আমার মরণের পরে আমার সমাধি স্থলে।
মায়াবী কোন জোৎস্না রাতে, অজস্র নক্ষত্রগুলোকে সাক্ষী রেখে ।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩