জীবন মৃত্যুর ডামাডালে-এ জীবনে,
তাতে আছে হাসি,কান্না আর বেদনা সংমিশ্রনে।
আমার নিরব অনুভবের জনালায়,
বৃষ্টির জলপ্রপাত অবিরাম ধারায় বেয়ে চলে ।
আমি শত বাধা-বিপত্তি পেড়িয়ে
গহীন অরণ্য থেকে আরো গহীনে
পাহাড় থেকে পর্বতে সুখের নীড়ের অন্বেষণে,
হেঁটে চলেছি সন্যাসীর মত করে দেশ হতে দেশান্তরে,
উড়ে চলেছি পাখির মতে করে, সাত-সুমদ্র তের নদী পার হয়ে!
ছোট এই জীবনে কোথাও তো পেলাম না সে শান্তির নীড়?
আমি যতবার সুখের নীড় খুঁজতে গিয়েছি
আমি ততবার ব্যর্থ হয়েছি।
আমার এ বিক্ষিপ্ত জীবনের শেষ ঠিকানা কোথায়?
ছবিঃ নেট।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫