জীবনের প্রতি ক্ষণে ক্ষণে হৃদয়ের রক্ত ক্ষরণে,
আহত হয়েছি বারে বারে,
তোমারি দেওয়া আঘাতের কারণে।
শতাব্দীর বিচ্ছেদ ব্যবধানে অভিমান করে চলে গেলে,
আলোক বর্ষ দূরের কোন এক জরাজীর্ণ ভিন্ন গ্রহে।
সম্পর্কের কাঁটা তাঁরে কেন বেধেঁছিলে হায়__;
তবে কেন হৃদয়টা ছিদ্র করে, ছিন্ন-ভিন্ন করে
ছেড়ে চলে যাবে আমায়?
কি দোষ দিব বল তোমার আর দোষ দিবে বল আমায়?
তোমার প্রতি নাই কোন অভিযোগ,নাই কোন অভিমান
যা ছিল তা আমারই কপালের ভাগ্য লিখন।
র্দপনের সামনে গিয়ে দাঁড়িয়ে, নিজে প্রশ্ন করি নিজেকে
ভাগ্যর অন্ধের সাথে কাঁনামাছি খেলে যায় কেন নীরবে?
ছবিঃ নেট।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫