আলো-আঁধারিতে জীবন কেঁটে যাচ্ছে
আমার রঙিন স্বপ্নের আঁধারে।
কাল গেল মহাকাল হল, তুবও তো সে এলো না,
প্রেয়সী আমার দূরে ছিল, দূরেই থেকে গেল।
কলঙ্ক মাখা প্রেয়সী আমার কলঙ্কিনী বেশে
বন্দী আছে আলোক দূরবর্ষ কোন এক পৃথিবীতে।
তোমারি প্রতীক্ষায় বসে আছি অনন্ত প্রহরী হয়ে
সত্যি কি-ফিরে আসবে এই পৃথিবীতে?
বিদায় লগ্নে ছিলে নিরবতার-নিরব ধ্যানে,
আজও জানা হল না, আসবে কি ,আসবে না ফিরে?
লক্ষ জনম ঘুরে, ঘুরে পেয়েছিলাম তোমারে
তবে কেন হারিয়ে যাবে এভাবে?
চল যাই- পৃথিবীর ব্যবধান ছিন্ন করে
কোন এক ভিন্ন গ্রহে।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮