আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে দেখতে চাই!
দুনিয়াটা কতটা স্বাদের,কতটা বিস্বাদের?
কতটা বর্ণের,কতটা বির্বণের?
কতটা পূর্ণতার,কতটা অপূর্ণতার?
কতটা স্বার্থের,কত টা নিঃস্বার্থের?
কতটা মৌলিক, কতটা কাল্পনিক?
আমার প্রেমে ছিল অনন্ত প্রেমের স্বাদে,
তবে কেন-তুমি করলে তাকে বিস্বাদ?
স্বার্থের দুনিয়াতে তুমি বড় স্বার্থপর...;
আমি নিঃস্বার্থ ভালোবাসা বোঝাতে
গিয়েছি যত বার,ব্যর্থ হয়েছি তত বার।
তুমি ছিলে পূর্ণ বর্ণের পূর্নিমায় আর,
আমি ছিলাম বির্বনের একখানি কালা চাঁদে।
কেন র্নিবোধ বলে দিলে দূরে ঠেলে,
এ আনন্দের খেলায় তুমি কতটুকু পূর্নতা পেলে?
আজ আমার মনের রাজ্যে জুড়ে শুধুই অপূর্ণতার ছায়ায় ঘেরা___;
তুমি কি-সত্যি কোন মৌলিক অস্তিত্বের অাঁধারের কোন এক আলো?
নাকি কোন এক কাল্পনিক ছলনাময়ী ডাইনি ?
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৮