জীবন চলেছে সে তো জীবনের নিয়মে,
পদ্মবতী চোখ মেলে চেয়ে দেখ, ঐ নক্ষত্রটির পানে,
প্রতীক্ষায় তোমার- অনন্ত কালের প্রহরী হয়ে!!
তোমার এক নয়নে ছিল অনন্ত প্রেম__,
আরেক নয়ন কেন তবে আগ্রাসীতে?
বিশ্বাস করেছি জানি,
তুমি তার মর্যাদা রাখনি... হায়;
সেই সব ধূসর হাসি,গল্প, প্রেম!!
না না ধাঁধাঁর মুখও রেখা, মৌন আকাঙ্ক্ষা।
আজ ভর করে গাঢ় নীরবতা।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬