(উৎসর্গ ............)
কোন এক বিকালে হৃদয় তঞ্ঝনে
মৃন্ময়াকে খুজেছিলাম বসন্ত বাতায়নে।
সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরানে
মম হৃদয় গলিয়া পরান বাঁধিলো।
ঢুকিয়া হেথায় সিংহাসনে বসিলো
প্রকটতায় সুধালো মোরে এবার ছাড়ো মোরে।
## হ্যাঁ কবিতা হৃদয়ের কথা ও ব্যঞ্জনা প্রকাশের সুস্থ ও ভদ্র বাহক।কিন্তু জীবন থেকে কবিতা, কবিতা থেকে জীবন নয়।সময়ের বাস্তবতায় কষ্ট হল সুখ অন্বেষনের স্পৃহা। তাহলে কষ্টকে পরানে বাঁধা যাবে না ? কষ্টের উপর দাড়িয়ে সুখের ইমারত গড়ার নামই জীবন।##
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮