আমি দেখেছি—
মানুষ ও তার প্রকৃত স্বরূপ
আমি দেখেছি—
জন্ম, বেড়ে উঠা,দুঃখ-সুখ, মৃত্যু
জেনেছি জীবনে সবই চরম সত্য।
আমি দেখেছি—
মানব মনের কোমল স্বত্বা
জেনেছি মনের উন্মত্ততা!
আমি দেখেছি—
মনুষ্য মনের ভালোবাসার প্রকৃতি
জেনেছি কেমনে হয় সে মনের বিকৃতি!
আমি দেখেছি—
মানুষের চাওয়া-পাওয়া, ইচ্ছা-অভিলাষ
জেনেছি কিভাবে পূর্ণ হয় সে প্রয়াস !
আমি দেখেছি—
মানব মনের হিংস্র্যতম রূপ
জেনেছি কেন মনের এমন স্বরূপ!
আমি দেখেছি—
অন্তরের সাহস ও বীরত্ব
জেনেছি কেন গ্রাস করে ভীরুতা ও পশুত্ব!
আমি দেখেছি—
অপরিণত মনের অনর্থক পাগলামি, চঞ্চলতা
জেনেছি কেমনে আসে মনের স্বাভাবিক দৃঢ়তা!
আমি দেখেছি—
মানুষের ব্যর্থতা, গ্লানি,পরাজয়
জেনেছি কিভাবে এসব দূর করতে হয়!