বাংলাদেশে ভারতীয় বিজ্ঞাপনের আগ্রাসন নিয়ে আমি একটি ব্লগ লিখেছিলাম গত বছর যা পাবেন এখানেঃ Click This Link
প্রায় এক বছর পর ইত্তেফাক পত্রিকাতে আজকে পড়লাম এই খবরটিঃ Click This Link
ভাবতেই ভাল লাগছে যে আবারো বাংলাদেশি মডেলদের দিয়ে বানানো আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে বাংলাদেশে! আমার গত বছরের ব্লগ লেখা সার্থক হয়েছে
এখন আর ক্যাটরিনা বা ঐশ্বরিয়া নয়, লাক্স বিজ্ঞাপনের মডেল হয়েছেন আমাদেরই মেহজাবিন! প্রায় ১০ বছর আগে লাক্সের সর্বশেষ বাংলাদেশি মডেল ছিলেন অপি করিম, তারপর শুরু হয়ে যায় ঐশ্বরিয়া, প্রিয়াংকা চোপড়া আর ক্যাটরিনাদের করা ভারতীয় বিজ্ঞাপনের দাপট। কিন্তু ১০ বছর পর আবার লাক্সের বিজ্ঞাপন ফিরে এসেছে বাংলাদেশি কোন এক মডেলের কাছে যা অবশ্যই আমাদের জন্য খুশির খবর! মেহজাবিনের করা নতুন লাক্স বিজ্ঞাপন দেখুন এখানেঃ
লাক্স ছাড়াও আমাদেরই জয়া আহসান করেছেন হেড ও শোল্ডারস এর বিজ্ঞাপন, আর কারিনা কাপুরকে হেড ও শোল্ডারস এর বিজ্ঞাপনে দেখতে হবে না, জয়ার নতুন বিজ্ঞাপন দেখুন এখানেঃ
বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পের জয় হোক! বাংলাদেশি মডেলদের জয় হোক! বাংলাদেশের সব বিজ্ঞাপনে বাংলাদেশি মডেলদের ব্যবহার করা হোক! বাংলাদেশে ভিন দেশি বিজ্ঞাপনের অবাধ প্রদর্শনের ব্যাপারে লাগাম টানা চাই! ভিন দেশি বিজ্ঞাপন চাই না, দেশি মডেলদের দেশি বিজ্ঞাপন চাই! - এটাই হোক আমাদের সবার দাবি! [আমরা যদি আমাদের মন-মানসিকতা পরিবর্তন করি আর বিজ্ঞাপনে ভারতীয় মডেলদের দেখার বদলে যদি দেশি মডেলদের দেখতে চাই, তাহলে আবারো সব আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে বাংলাদেশি মডেল ব্যবহার করা হবে ঠিক যেরকম আগে করা হত!]
এই দুটি বিজ্ঞাপন দেখে আমি আশাবাদী যে আজকের মত ভবিষ্যতেও সবসময় বাংলাদেশি বিজ্ঞাপন আর মডেলদের জয়ের ধারা অব্যাহত থাকবে! বাংলাদেশি বিজ্ঞাপন আর মডেলদেরকে হ্যা বলুন আর ভিন দেশি বিজ্ঞাপন আর মডেলদের না বলুন কারণ আমি, আপনি, আমরা সবাই দেশপ্রেমিক

ধন্যবাদান্তে,
শারিফ শাব্বির
ইমেইলঃ sharifshabbir@gmail.com
ওয়েবসাইটঃ http://shabbirlive.tumblr.com
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২