খুজেছি তোমায় শত শত বছর ধরে
যেখানে আকাশ মিলেছে মাটির সাথে
বিস্তীর্ণ সীমান্ত যেখানে হয়েছে শেষ
সোনালি রোদের ছায়া এখন পর্যন্তও পরেনি যেখানে
সেরকম কোনো দূর্গম স্থানে;
কখনো মাঠের সবুজ ঘাসের ডগায়
কখনো বা ঢিল ছোরা পুকুরের নিস্তব্ধ তরঙ্গে,
খুজেছি তোমায় শত শত বছর ধরে।
গিয়েছিলাম উত্তর আর দক্ষিন মেরুতে তোমার সন্ধানে
রাখালের বাঁশির সুর হয়ে ভেসেগিয়েছিলাম সুনীল আকাশে
মুক্ত বিহঙ্গের মত উরে বেরিয়েছি দিগন্ত হতে দিগন্তে,
বাদুরের তরঙ্গাকারে উরেছিলাম রাতে তোমার সন্ধানে
কিংবা জোনাকি হয়ে আলো ছরিয়ে।
শুধু তোমায় খুজেছি শত শত বছর ধরে।
সাদা বকেদের পালকের মাঝে অথবা মাছরাঙ্গার তীক্ষ দৃষ্টিতে
খুজেছিলাম একদিন,
পাকা ধানের উপর রোদের প্রতিফলনে
সুরেলা বাতাসের মুক্ত ধুলিকনা হয়ে
উরে বেরিয়েছি শুধুমাত্র তোমার সন্ধানে।
গিয়েছিলাম বর্তমানের ডানায় ভর করে ক্ষূদ্র অতীতে
তোমার সন্ধানে শত শত বছর ধরে ছিলাম সেখানে।
শুধু তোমার খোজে গিয়েছিলাম সুউচ্চ পর্বত শৃঙ্গে
হিমবাহ হয়ে,
নদীর চলার সাথে তাল মিলিয়ে গিয়েছিলাম উত্তাল সমুদ্রে
অথবা স্রোতের বিপরীতে তার উৎপত্তিস্থলে।
হাজার বছরের পথিক হয়ে খুজে বেরিয়েছি তোমায়
শুন্য হতে অসীম পর্যন্ত।
শত বছরের আলোকবর্ষ পারি দিয়েছি তোমার সন্ধানে।
অবশেষে তুমি এসে ধরা দিলে
আমার মনের ক্ষুদ্র খেয়ালে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ রাত ১২:৪৯