সুখের অসুখ
কথায় কথায় জীবন ফুরিয়ে যায়
কানামাছি খেলা বোকা সময়ের ভাজে
জাত বেজাতি ডাহুকেরা ডেকে ওঠে
মাঝ রাত্তিরে জল সীমানার খোঁজে।
পাড়াগাঁয়ে কত রংবেরঙের গান
সুর খুঁজে ফিরে এঘর ওঘর হতে
বুনো গল্পেরা রাত জাগা পাখি হয়ে
উরে যায় কোনো মেঘেদের কলোনিতে।
জোরা সাইরেন বারে বারে ওঠে বেজে
ঘুম ভাঙ্গানির নেই কোনো অভিযোগ
সুখের অসুখ হয়েযায় মহামারী
ভাঙ্গা জানলার দুঃখ... বাকিটুকু পড়ুন