১
তুই হাসবি শুধুই,
কাঁদবি নাকি আর ?
তোর মনের ওই নিঃশব্দ চিৎকার
যদি আরেকটি বার শুনি
তোর হেয়ালিপনায় ঢেলে দেব জল,
সেদিন তো তুই পার পাবি না
দু’চোখ জুরে খুজবি শুধুই মনমানানি।
তোর হঠাৎ চাওয়া ঘাসফরিঙের রঙ
তোর মায়া চোখেই কাজলজুরে থাকে,
তবুও কেন মনটি খারাপ শুনি ?
মিথ্যে হলেও করব আড়ি...
না পাওয়ার আর করিস যদি ঢং।
২
আকাশজুরে মেঘ-রোদ্দুর খেলা,
তোর সোনা গায়ে রঙ ঢেলেছে
শুভ্র মেঘের ভেলা,
তুই দেখবি যখন আকাশ পানে চেয়ে,
দুপুর তখন লাজে হবে
শান্ত বিকেল বেলা।
শরতের মাঠে ঘাসফরিঙের দেশে,
বনফুলগুলো মালা পরাবে
তোর রেশমি কালো কেশে,
তুই হাটবি যখন সবুজ ঘাসের বুকে,
বনফুল তোর পা ছোঁয়াবে
পরম ভালোবেশে।
জো্ৎস্না রাতে চাঁদ তারাদের ভিরে
তোর হাসির ঝলক সুখপাখি হয়ে
উড়বে আকাশ জুরে,
তুই গাইবি যখন রাতজাগানিয়া গান,
রাত্রি তখন গভির ঘুমে
ফিরবে না আর ভোরে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭