১
মধ্যবিত্ত বিকেলগুলো
স্বশরীরে উপস্থিত আজ,
কোনো অভিযোগ নেই, নেই কোনো দাবি দাওয়া
কন্ঠে শুধুই বেদনার কারুকাজ।
২
এলোমেলো ভাবনাগুলো
আমার বিকেলটা কুরে কুরে খায়,
গোধুলি তখন ভীষণ আবেগে
রাতকে মানায়।
সময় যে খুব বেশি নেই হাতে,
দুটো হুতুমপেচা
আর একটা শিয়াল ডাকা রাত,
এর বেশি আর পারি না সামলাতে।
আমার সকালগুলো বেশ অদ্ভুত
চুপি চুপি চলে আসে
আমার অবর্তমানে রোদ হয়ে হাসে
এরপর খুব দ্রুত চলে যায়,
জানি ওরা ক্ষণিকের বন্ধু
ছুঁতে না ছুঁতেই দুপুরে গরায়।
৩
হারানো চোখ, হারানো ঠোঁট
আর হারিয়ে ফেলা কৃষ্ণালঙ্কার
স্মৃতি হয়েও থাকতে চায় না আর,
কারণ,
স্মৃতিই করে বিস্মৃতি রোজগার।
৪
কত স্বপ্ন দুচোখে
কত আশা বুকে
চাঁদের আলো উদ্ভাসিত মন।
সুখের সন্ধান
সুখ প্রাপ্তি,
পিছুটান সজোরে প্রত্যাখ্যান।
এরপর একটি অপ্রাপ্তি
একটি জীবন,
মানবতার চরম অপমান।
সমাপ্তি।
৫
শুধুমাত্র একটি লাল গোলাপ
জীবনকে সময়ের সবথেকে বড় অভিশাপ।
৬
অনেককিছুই হারিয়ে ফেলা ভালো,
অনেক গান, অনেক কবিতা, অনেক অভিমান,
শুধু দুঃখ কমাবার জন্য নয়,
কোনো এক অসহ্য যন্ত্রনার দিনে সুখ পাবার জন্য
স্মৃতি করে রেখে অম্লান।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১