[বাইকে হকিস্টিক হাতে গাড়ি থামাচ্ছে]
পরীক্ষাটি আর সব সাধারণ পরীক্ষার মতই শেষ করে একসাথে সবাই জামায়েত হয়েছি,প্রশ্ন উত্তর মিলিয়ে নিচ্ছি। গেটের সামনে একটি ছোট্ট জটলা দেখলাম মানুষের;জানা গেল কাউকে বের হতে দেয়া হবেনা কলেজ থেকে। কেন???
জানা গেল একটি ক্ষমতাসীন দলের ছাত্র মিছিলে যেতে হবে তাই!
পাঠক সরকারী কলেজগুলোতে এসব তথাকথিত মিছিল মিটিং হরদম হয়,ছাত্রছাত্রীরাও সয়ে গেছে,মিছিলে পিছনের গলি ধরে সবাই কিন্তু আজ যে পরিস্থিতির মধ্য দিয়ে গেলাম বলার মত না।
জোড় করে আমাদের নিয়ে যাওয়া হল।কেউ পালাতে চেষ্টা করল কিন্তু তাদের সাথে খুবই বাজে রকমের আচরণ করা হল। কিছুক্ষণ র্যালি ধরে হাটা হল,ভাবলাম এই হয়ত শেষ কিন্তু এর থেকেও বড় কিছু অপেক্ষা করছিল আমাদের।
কোন এক রাষ্ট্রের ক্ষমতাধর তথাকথিত ছাত্র রাজনৈতিক দলের জেলা সম্মেলনের আনন্দ মিছিলের বলিদান কেন হব আমরা???
কিন্তু হতে হয়েছে। এই হল সিলেট সরকারী কলেজের নৈমিত্তিক ব্যাপারস্যাপার। আমাদের কলেজের পাশেই মুরারি চাঁদ কলেজ। আমাদেরকে হাটিয়ে নিয়ে আসা হল মুরারি চাঁদ কলেজের সামনে কিন্তু কলেজ গেট তারা আগেই বন্ধ করে তালা মেরে রেখেছে আর পাহারা দিচ্ছে তথাকথিত নেতারা। ওইদিকে আর যাওয়া হল না।
এবার ঘটল আরেক ঘটনা,
রাস্তা ত বিরাট,সেখান থেকে অনেকগুলো বড় বড় ট্রাক থামানো হল,আমাদের এইবার ট্রাকে উঠে মিছিল দিয়ে যেতে হবে! এটা একটু বেশিই হয়ে গেল না? না হয়নি।
আমারা কোমলমতি ছাত্রছাত্রীরা এদিক সেদিক করছি কোথায় যাব? হাজারের মত স্টুডেন্ট, এরা সবাই ভয়ার্ত,চোখে মুখে আতংক,পালাতে গেলেই ধরে আনছে। কেউ যখন উঠতে নারাজ জোর করে তুলছে,কেউ উঠতে অস্বীকার করলে মারধোর করছে,আমাদের সামনেই পেটানো হল অনেকজনকে। এবার মারের ভয়ে অনেকেই উঠতে লাগল,মেয়েরা কান্নাকাটি শুরু করল,কারো হয়ত মাসিক চলছে সে এখন দানবীয় ট্রাকে উঠবে কি করে?
সে না উঠলে হয়ত তার চুল টানবে,তুলবে পশুদের মত করে!
উঠতে হল। এরই মধ্যে আমার এক বন্ধু লুকিয়ে ছবি তুলতে লাগল,ব্লগে দিবে এই ভেবে কিন্তু কেউ একজন দেখে ফেলল ততকক্ষণেঅনেক কুকীর্তির ছবি তুলা হয়ে গেছে কিন্তু ওর ফোনটা কেড়ে নিল একজন।
তার এত দামী ফোন!
ওর অবস্থা খারাপ,আমি ওকে নিয়ে ফাঁক দিয়ে ফাস্ট ফুডের দোকানে ঢুকে পড়ি।
তারা তাদের কার্যক্রম চালিয়ে যায়। অসহায় লেগেছে নিজেকে; সাদা শার্ট,টাই,শোলডারে ব্যাজ,প্যান্ট,কালো শু গলায় আইডি কার্ড পরা ছাত্রদের সাথে এ কেমন আচরণ?
এরা কি শিক্ষিত??নিজেদের নাকি শিক্ষিত ভাবে?
বর্তমানে ত দাড়ি টুলি পাঞ্জাবি পরিহিত কাউকে দেখলে আমরা জঙ্গি ভেবে বসি?
জঙ্গির কি এই সংজ্ঞা?আর যারা আধুনিক কাপড়চোপড়, চোখে সানগ্লাস আর বুকে মুক্তিযুদ্ধ চেতনা,হাতে হকিস্টিক নিয়ে রাস্তায় ট্রাক থামিয়ে জোর করে মেরেধরে স্টুডেন্টদের নিজেদের দলে টেনে নিয়ে যেতে চায় তারা কি?
তাদের কে কি জঙ্গি বলা যায়না?
[সামনে থেকে লিড দিচ্ছে এমন কেউ]
নাকি বললে আমার ফাঁসি হয়ে যাবে?
আমারা কলেজে যেতে ভয় পাই,ক্যাম্পাসে হাটিনা,অনিরাপদ বোধ করি।
আতংকে কলেজে থাকি।
এর সমাধান কি আছে?
রাজনীতির সংজ্ঞা এভাবে দেয়া যায় ত?
হ্যা যায়।
আর এখানে সবথেকে কাপুরুষ অবস্থানে ছিল বাংলাদেশ পুলিশ।
হাজারের মত ছাত্রছাত্রী রাস্তায় অসহায়ের মত দাঁড়িয়ে এদিক ওদিক করেছ আর তারা দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করে ওই সন্ত্রাসদের পথ করে দিচ্ছে এগিয়ে যাবার!
আমাদের দেশ,আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের কলেজ,আমাদের ইউনিফরম আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
কখনো সফল হবেও না।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১