একজন নাস্তিককে যখন প্রশ্ন করা হয়েছিল সে ঈশ্বরে বিশ্বাস করে কিনা?
তারই মত অপ্রস্তুত ভঙ্গিতে ঝংকারে তোমার নীরবত
ভঙ্গ হয়,
রাজপথে বুকে বিষম পাথর নিয়ে হেঁটে যাই;
আমার কবিতার জন্যেই অমৃত্যুকে লাঞ্ছিত করেছি
অন্ধকারের সমস্ত আলো ঢেলে দিয়েছি
তার উপর; কাঙ্গালির মতন।
চেনা রাস্তায় আহত উদারতা এবং কিছুটা হিংসে,শিষ্টাচার বহির্ভূত্ত পদক্ষেপ
অনন্তকাল টেনা নিয়ে যাবে আমায় গহীনে
আরো গহীনে...আরো গহীনে...
কতোটা গহীনে?
তেষট্টি দিন যাবৎ মৃত পাঁচ আঙ্গুলের লাশবাহকেরা যখন শোকের মহামারীতে আক্রান্ত
হবে না
সমস্ত ক্লান্তির পরে চোখের ছায়ায় করে
নেব সেইখানে তোমাকে
পঞ্চম শবযাত্রার সঙ্গোপনে;
সুখি এবং স্পষ্ট মৃত্যুদণ্ড দিয়ে
শেষ ছন্দের কবিতাকে।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০