(স্বপ্নের সন্ধানে সৌদি আরবে গিয়ে হত্যার শিকার সেই সব হতভাগা মা- বোনদের স্মরণে। রাষ্ট্র যাদের - পণ্য দাসী হিসেবে পাচার করেছিল.....)
কাফনের সারা গায়- অশ্রুর দাগ
জানি কেউ বইবেনা - মৃত্যুর ভাগ।
হয়তোবা থাকবেনা- ফুল হাতে কেউ
তবু ছুঁবে চারপাশ- রক্তের ঢেউ।
কত দাম দিলে হবে- শোধ এর দায়
রাষ্ট্রও বুঝে না তা- আফসোস হায়!
বুঝবেনা কতটুকু- ব্যথার এ ক্ষত
যার যায় সেই বুঝে- হারালো সে কত?
কতটুকু স্বপ্নের- বিনাশী শকুন
বিলাপের আর্তিতে- ভরেছে উঠোন,
সে খবর চাপা পড়ে- বরষা সজল
প্রার্থীত প্রতিদানে- করুণা আঁচল!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬