জীবন যখন ফুরিয়ে গেছে- নাগাল ছু্ঁলো ধোঁকার,
উপায়হীনের আর্তি ফিরে, ঘুনের বসত- পোকার।
তুমি তখন কুম্ভ কন্যা- ভান করেছো বোকার,
দয়ার সাগর তোমার দয়া, লাশ এসেছে-খোকার!
মৃত্যু চাওয়া মায়ের আঁচল, দেশের মাটি- হাওয়া,
দাওনি সুযোগ করতে পুরন, শেষ মিনতি- চাওয়া।
ত্যাদড় নয়ন কাতর স্বরে- জং ধরানো বিবেক,
মিথ্যে মায়ার নাটক করো- ভং পুরনো আবেগ।
বীর যদি হয় রাষ্ট্রহীনা- চৈত্র দিনের পাতা,
গুমরে কাঁদে মুক্তিযুদ্ধ- সাংবিধানিক পিতা।
বুঝতে কি আর সাঁজতে হবে, জজের কলম- খাতা,
কে চেতনার ফেরিওয়ালা, কিসের- স্বাধীনতা ?
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৭