আজ একটা গল্প বলি- নয় মোটে তা হাসির,
দিল্লীর এক বাদশা ছিলেন, নামটি ছিলো নাসির!
একদিন তাঁর বেগম নিজেই রাঁধতে গিয়ে ভাত,
বে-খেয়ালে হঠাৎ করে পুড়িয়ে ফেলেন হাত !
দরবারেতে এসে তিনি বলেন_'হুজুর শুনুন-
ভাত রাঁধতে হাত পুড়েছে ক্যামনে জ্বালি উনুন?
একটা দাসী দিন না রেখে একটু দয়া করে-
সাহায্য সে করবে আমায় শুধুই পাকের ঘরে!’
বাদশা বলেন- ‘বেগম এটা কী রকম আবদার?
দাসী রেখে কোথায় থেকে মায়না দিবো তার?
কোষাগারে অর্থ-কড়ি অনেক আছে মানি-
কিন্তু ওসব প্রজাগণের; আমার তো নাই জানি!
কেমনে করি এই দু’হাতে পরের ধনের ক্ষয়?
খোদার কাছে ‘পাপীষ্ঠ’ হয় আমার পরিচয় !
আমি হলেম প্রজার চাকর, বাদশা শুধু নামে,
আমার মতো গরীব কে আর আছেন ধরাধামে?
তারচে বরং আপনি চলুন, যাচ্ছি আমি সাথে,
এখন থেকে রান্না দু’জন করবো হাতে হাতে!’
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪০