এই সাকিন
এই নিবাস...
ও আমার বলগা হরিণ ইচ্ছে আঁকা দুপুরগুলো,
ও আমার দস্যিপনা চান্দাদিঘীর পথের ধূলো,
ও আমার ঘুমপাড়ানী মাসীপিসী স্বপ্ন ডাকা
ও আমার একফালি চাঁদ গাছের ফাঁকে ইচ্ছে আঁকা।
ও আমার নকশী কাঁথা শীতল পাটী- তালের পাখা,
ও আমার ভোরের চোখে কুসুম কুসুম প্রাণের সখা,
ও আমার আরাম নগর শিমলা বাজার ভুড়ার বাড়ী,
ও আমার গন্ধমাখা মায়ের আঁচল গরুর গাড়ী।
ও আমার সাঁজের মায়া সন্ধ্যামালা দুপুর বেলা,
ও আমার ডানপিটে মন আম কুড়ানো ছেলেবেলা,
ও আমার মেঠো পথে মল্লিকা দি- সিঁদুর খেলা,
ও আমার একতারা সুর মাঠের ফসল- রাখাল বেলা।
ও আমার হৃদয় দিয়ে প্রাণের বাঁশি স্বপ্ন বাজার,
ও আমার আকাশভরা চন্দ্রতারার- রাত্রি হাজার।
ও আমার লক্ষ শহীদ লাল টুকটুক- সূর্য খানা
ও আমার সবুজ মনে ফুল পাখীদের স্বপ্নবুনা।
সে আকাশ মেঘ বৃষ্টি, ইদুর বিড়াল, রোদের খেলা
রাত্রীও- ঘুমিয়ে পড়ে আলসেমিয়ে অবহেলা,
সে কুলে মন খারাপের সন্ধ্যা ডাকা বিকেল হলে,
এখনও নিত্য ভাসি ইলশেগুড়ি- চোখের জলে।
ছবিঃ নেট থেকে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩