তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
কতবার গুটিয়ে নিয়েছি হাত,
কাঁচা লঙ্কা আর লবনের শ্রাদ্ধে
সন্ধি করেছি থালার পান্তা ভাত।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
লুটেরা নেতার কপাল ফিরেছে,
ক্যাসিনোরা ঝলমলে আলোয়
শুদ্ধি নাটকের ভুঁত পালিয়েছে।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
টিসিবির লাইনে মস্করার- ফাঁদ,
নিরূপায় জনতার কাঠ রৌদ্দুরে
অগুন্তি অপেক্ষায়- পূর্ণীমা চাঁদ।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
রূপালী ইলিশের সতীদাহ প্রথা,
পুঁজোর অঞ্জলি করে বর দেয়
মায়াবী দখলদার- চেতনার মাথা।
তোমাকে পাবার জন্য হে পিঁয়াজ
সইতে হবে আর কত উপহাস ক্ষন
আর কত- কোথায় তৃপ্তি রাক্ষসী মন
কতটা ফতুর হবে- ক্রীতদাস জনগন...?
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৩