আমার আকাশ বৃষ্টি ভেঁজা- কাঁদা
উড়তে মানা ফুরফুরে মেঘ- সাদা
দিগন্তে নেই রঙধনু রঙ- আঁকা
অন্ধকারে শুন্য ভীষন- ফাঁকা।
তবু তোমার চোখের দু'কোন- ভেজা
নিয়ন আলোয় অষ্ট প্রহর- খোঁজা
বুকের ভিতর উড়াল পঙ্খি- সাধ
সবটা খোলা উড়ায় তবু - বাঁধ।
এই যে আমার অমানিশা- ঘোরে
নিজের থেকে নিজেই এত- দূরে,
পাঁজর ভাঙ্গা দীর্ঘশ্বাসের- সুর
কে- বা জানে, এইখানে নেই- ভোর?
তোমার রাতে জোছনা মাখা চাঁদ
হাতের উপর লেপ্টে থাকা- হাত,
ইচ্ছে মতো স্বপ্ন আঁচল- গুনো
কার বাগানে অতীত গুলো- বুনো?
পুনঃ ছবি- নেট তেকে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৩