গতকাল তোমাকে খুন করবো বলে
সারারাত শান দিয়েছি- গোলাপ,
স্নিগ্ধতা ডুবে থাকা- বেঁহুশে মন
তার যত অবাধ্য- প্রলাপঃ
" খুব ভেবেছ আবেগ এটা-
হৃদয় থেকে দূরে?
মধ্যরাতে উথলে উঠেই-
ফুড়িয়ে যাবে ভোরে?"
"এই ভুল অনুবাদ
মিথ্যরা যত
সত্যে চুমে- পদতলে,
হবে- অবনত।
সেই দিন ভোর হবে
আলোর সকাল,
স্বপ্নের- পাড়াপারে
সাথী- মহাকাল....।"
তোমাকে খুন করার নেশায়-
রাতভর ছুটেছি- গতকাল,
রোদ্দুর ছুঁয়ে দিলে- চোখ মেলে তাকাই
তখন দশটা তিরিশ- সকাল....!!!
পুনঃ ছবিতে -আমার ছেলে "যায়াদুল কিরমানী বিত্ত"। আল্লাচাহে আগামী ২ ফেব্রুয়ারী-২০১৯, সে- এস এস সি দিবে। সকলের দোয়া চাই- ওর জন্য.....।
বিশেষ দ্রষ্টব্যঃ
ব্যক্তিগত আবেদনে- ভুল হলে-ক্ষমা করবেন- আশাকরি।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২