মগজ বিক্রি হওয়ার পর
পা দুটোও মুনিবের হয়ে গেল,
এখন ছায়াটাও লেজ নাড়ায়....!
কাকে বিশ্বাস করি-বলো?
যেদিকে যাই-
ঘাপটিমারা শয়তান, মিচকে হারামী,
সুযোগ পেলে প্রেমিকাও ছিঁড়ে নেয়
বুক পকেট, খামচে ধরে- জামায়.….!
চারিদিকে রঙ করা মুখ
প্রেমিকা ভেবে চুমু খেতে গিয়ে দেখি
সবটা'ই খড়ের কাঠামো,
কারিগরের নির্মাণ।
নতুন শহরে এলে, পকেট সামলানো জরুরী,
অনেক পরে শিখেছি- ততক্ষনে
খুইয়েছি সারা- দিনমান....!
আমজনতার সংজ্ঞাটাই এমন
মাথায় উঁসকো খুঁসকো চুল
গেঞ্জি, বগলের কাছে ছেঁড়া- দন্ডায়মান।
কে যেন বলেছিল,
এদের জন্যই- সংবিধান,
শয়তানও মুখটিপে- হাসে,
হায় ঈশ্বর- ভগবান!!!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০