গৃহহীন হয়ে পড়ি, ক্রমে- ক্রমে,
ক্রমে ক্রমে, গৃহের নিবাস ছেড়ে ছুটে আসি,
একটি নিঃষ্পাপ গোধূলীর কলিজার ন্যায়
একা একা, কোথা হেঁটে-যাই,
যাচ্ছি কোথায়- অবেলায়?
চৈতন্যের জঠরে এখন- বৃষ্টিপাত, পাতা পতনের দৃশ্য
বিপন্ন ইচ্ছারা, পুড়ায় যৌবন- ফসল আর শস্যের মাঠ,
আগাম সন্ধ্যারা, গিলে খায় উপোসী বিকাল,
রাক্ষুসী রাতের হিমশীতল পথ ধরে একা একা হেঁটে চলি,
কোথা হেঁটে যাই, এই রাত- নিরালায়....
বৈধব্য বাতাসে, শ্বাস খুঁজে- বিরুদ্ধ আকাল,
বিমূর্ত রাত্রীরা-
বৈকল্য মগজ থেকে প্রসবিত- হা অন্ন- সকাল।
অবাধ্য তারণ্যে, দুপুরের বীর্য থেকে খসে পড়া-রুগ্ন বিকেল।
গৃহহীন হয়ে পড়ি, ক্রমে- ক্রমে,
ক্রমে ক্রমে, গৃহের নিবাস ছেড়ে ছুটে আসি,
একটি নিঃষ্পাপ গোধূলীর কলিজার ন্যায়
একা- একা কোথা হেঁটে-যাই ?
যাচ্ছি কোথায়- অবেলায়....?
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮