আমার ছিল হাজারটা ভুল, তোমার ছিল ক্ষমা,
আমার চলায় ছন্নছাড়া, তোমার দাঁড়ি- কমা।
তোমার পথে উদয় রবি, অস্তে পানে নামা,
সবক'টা পথ মাড়িয়ে শেষে আমার পথে থামা।
অল্প চাওয়ার আমার আকাশ- উল্টো করে বাঁধা,
এক টুকরো পথ চলতে- এক ফালি চাঁদ সাধা।
তোমার চাওয়া পূর্ণীমা চাঁদ, আকাশজুড়ে থাকে,
জোনাক মালা জোছনা হয়ে আলোর ভিড়ে ডাকে।
আজ সে পথে বাঁধার পাহাড়- দুরত্বটাও জানা,
প্রতি পদে রক্ত ঝরায়- বর্গিরা দেয় হানা।
সব দীনতা গ্রাস করেছে, আমার চলার পথ
প্রজাপতির পাখায় তোমার- জীবন জয়ের রথ।
আমার খোলা জানলা জুড়ে- নিকষ কালো মেঘ,
বৈশাখী ঝড় ঝাপটা লাগে- হাওয়ার ভীষন বেগ।
তোমার ভাদর বৃষ্টি শেষে আকাশ ভরা চাঁদ,
জোছনা মাখা ফাগুন ঝরে- মুগ্ধ করুক রাত।
আমার যত হুতুমপ্যাঁচা অমঙ্গলের ডাক,
অলক্ষীদের আবাদ করে- আমার কাছেই থাক।
তোমার স্বপন সদলবলে খিলখিলিয়ে হাসে,
ঘুমপাড়ানী মাসি- পিসি, দু'চোখ পেতে বসে।
আমার সকাল ক্লান্ত শুরু, রাত্রী জাগা- ভোর,
দিনের আলোয় নিত্য পুড়ে, কষ্ট আড়াল- ঘোর।
তোমার উষা রবির নাচন- কপাট খুলে দ্বোর,
দোয়েল শীষে রাত্রী ফুড়ায়, ঘুম ভাঙ্গানি সুর।
আমার দুপুর সন্ধ্যা গড়ায়- বিকেল হওয়ার আগে,
জোনাক বুকে দুঃখ জ্বেলে, রাতের শরীর ঢাকে,
তোমার বিকেল সন্ধ্যা দুপুর, ফুল পাখীদের গানে,
পূর্ণীমাতে গড়িয়ে পড়ে, রাতের কানে- কানে।
হয়তো তুমি পথ ভুলেছো- আড়াল সুখের- দেয়াল,
আমার চাওয়া, পথ ভুলেছো- তোমার মনের- খেয়াল।
তবু আমার সকল পথই, তোমার চাওয়া- মঙ্গলে,
স্মৃতির টানে পিছন ছুটে, আবার ফিরে- জঙ্গলে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭