আমার গাঁয়ের মাটিতে, কোন সে মায়া- টানেতে,
ঝিনাই আর ঝালুপাড়া- ডাকছে আমায়,
খুঁজে মন কাঁদে এখনও যে নীল যমুনা
আমার আর শিকড় ছোঁয়া হলো না......!
সে বাতাস ঢেউ খেলে যায় মাঠের ফসল
সে মাটি গন্ধমাখা প্রাণের অতল,
সাধের ঐ একতারাটা ডাকছে আমায়- ব্যকুল করে,
মন আমার ধরে রাখা যায় না...।
ও আমার বলগা হরীণ ইচ্ছে আঁকা দুপুরগুলো,
ও আমার দস্যিপানা চান্দাদিঘীর পথের ধূলো,
ও আমার ঘুমপাড়ানী মাসীপিসী স্বপ্ন ডাকা
ও আমার একফালি চাঁদ গাছের ফাঁকে ইচ্ছে আঁকা।
ও আমার নকশী কাঁথা শীতল পাটী- তালের পাখা,
ও আমার ভোরের চোখে কুসুম কুসুম প্রাণের সখা,
ও আমার আরাম নগর শিমলা বাজার ভুড়ার বাড়ী,
ও আমার গন্ধমাখা মায়ের আঁচল মায়ার গাড়ী।
ও আমার সাঁজের মায়া- সন্ধ্যামালা দুপুর বেলা,
ও আমার ডানপিটে মন আম কুড়ানো ছেলেবেলা,
ও আমার মেঠো পথে মল্লিকা দি- সিঁদুর খেলা,
ও আমার একতারা সুর মাঠের ফসল- রাখাল বেলা।
ও আমার সাতপোয়া পোগলদিঘা বয়ড়া বাজার,
ও আমার আকাশভরা চন্দ্রতারার রাত্রী হাজার।
ও আমার জাফরশাহী বাউসী বাজার, চাপারকোনা,
ও আমার সবুজ মনে ফুল পাখীদের স্বপ্নবুনা।
সে আকাশ মেঘ বৃষ্টি, ইদুর বিড়াল, রোদ্দু- খেলার,
রাত্রীও- ঘুমিয়ে পড়ে আলসেমিয়ে অবহেলার,
সে কুলে মন খারাপের সন্ধ্যা ডাকা বিকেল হলে,
ভাসী রোজ নীল জোছনা, ইলশেগুড়ি চোখের জলে।
খুঁজে মন কাঁদে এখনও সে নীল যমুনা
আমার আর শিকড় ছোঁয়া হলো না.....!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭