সাধ ছিলো নীল টিপে তোমাকে দেখার
আরো কিছুদিন দৃষ্টিশক্তি চাই; আর কিছু নয়।
আরো কিছুদিন জলের কিণার, পাখপাখালির গান, বাঁশপাতার সুর
ভেজা কাপড়ে মেঘের ওড়াউড়ি, আকাশ বাতাস নদী
আরো কিছুদিন জলের মিশেলে
বৃষ্টি ছোঁয়া বিকেল
অপলক ভালোবাসা রয়ে গেছে বাকি।
তোমার খয়েরি কামিজে, ঝরে পড়া বাদামি বোতাম
অসাবধানে চশমাটা ভুলে ফেলে যাওয়া দুপুর
দেখার অনেক ছিলো বাকি
আরো কিছুদিন নীল রং নীল থাকে কিনা বোঝার ছিলো
বড্ড ধোঁয়াশা আঁধার সব
আলো খাওয়া হৈচৈ
হিসেবের বাইরেও অনেক হিসেব অবহেলায় মরে যায়
থাকুক সেসব।
নীল, আরেকটু গাঢ় হতে পারো ?
ধোঁয়া গিলে নাও, বেড়ে ওঠো অন্য রঙে
আকাশ পেরিয়ে অন্যখানে যাও
অরেকবার ভালোবাসো পৃথিবী
আমাকে দেখো অন্য ভাবে
বিরাট থলের ভিতর পড়ে আছে অঢেল আবির- তুলে নাও
ছড়াও দু’ধারে, আৎকে উঠুক দশদিক জোরে
কাঁদুক
ভেঙ্গে যাক বর্তমান পাশব সময়
এরকম বর্তমান দরকার নেই আর
এই স্রোত আসলে স্রোত নয় কোনো
এই উচ্ছ্বাসে আনন্দ নেই কোনো
বিকট গভীর ক্ষতের গহ্বর
ভাঙ্গুক
কাঁদুক বাতাস
সূত্রের বাইরেও কঠিন সত্য থাকে পড়ে
থাকুক ।
সাধ ছিলো- তোমাকে দেখার
অপেক্ষা জাগা ভোরে
হলো না কিছুই………
না হোক
ভালো থেকো নীল টিপ, রাঙা হাসি ঠোঁট
ভালো থেকো প্রিয় চোখ; নীলের পীযূষ
ভালো থেকো পরিচিত দূরদেশ'
কাঁটার ছোবল
ভালোবাসা ছোবলে মরে না তত
অবহেলায় মরে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১