মানচিত্রের শরীর জুড়ে- বইছে ভোটের স্রোত,
কেউ সেঁজেছে ময়ুরপঙ্খী, কেউ সেঁজেছে ভুত।
কারো মুখে গনতান্ত্রিক উন্নয়নের ছড়া,
কারোর মুখে বৈশাখী মেঘ, বৃষ্টিবিহীন- খরা।
কেউ ছুটছে শহর নগর- বলছে তাদের জোয়ার,
কেউবা ছুটে কোট কাচারী দেশকে বলে- খোয়াড়।
নেতার মুখে প্রতিশ্রুতির বস্তাপঁচা সুর,
কর্মি তুলে জিকির ফেনা- স্বর্গ সুখের দোর।
কেউ বলছে শুন্য কলস ভরবে এবার জলে
কেউবা বলে ভরা কলস, শুণ্য কোথা পেলে?
কলসি আগে শুণ্য করো, কারোর চাওয়া দাবী,
কেউ বলছে ভরাই রবে- উল্টে গেলেও রবি।
কেউ ভীড়েছে মহাজোটে- পাল তুলেছে না'য়ে,
কারোর আবাদ ঐক্যজোটে- ধানের শীষের ভুঁইয়ে।
কারো দখল দেশ পতাকা- দখল সংবিধানে,
কারো চোখে অমানিশা- উপায়হীনার গানে।
কেউবা পুষে জজের কলম- তাসের তুরুপ ইভিএম,
কারোর চোখে ফন্দি সেটা- ভোটার বিহীন- গেম।
কারোর ছাঁয়ায়- হাজার খুনী, কারোর ছাঁয়ায়-কিলার
কেউবা দেখায়- প্রচার করে, পদ্মা সেতুর পিলার।
ভোটের হাওয়া সারাবেলা- দিনরাত্রী- ভোর,
দেশ কাঁপছে ভোটের জ্বরে- ভোটের নেশার- ঘোর।
আমরা সকল আাম- জনতা, অত শত বুঝি,
আমরা কিন্তু গণতন্ত্র- ভোটের মাঝেই খুঁজি...।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০০