সুবেহ সাদিক কয়- আঁধারেই আছি
দেরী নয় দেরী নয়- খুব কাছাকাছি,
আলো থাকে আড়ালেই- আঁধারের ভীড়
হাতছানী দিয়ে যায়- সকালের তীর।
সেতারা হেলাল কয়, ঘুমো- ঘোর মাখি
রাত জাগা চোখে ঘোর- মেলে নাই আখি,
এখনও এ আসমান, অমানিশা- ঘোর
খুঁজি তব পান্জেরী - আর কতদূর?
আর কত কালো মেঘ- বৈশাখী সুর
আর কত আহাজারী- ভাসে অশ্রুর,
এই কূলে পিচাষেরা, ভাঙ্গে ঘর- দোড়,
ফিরে এসো পান্জেরী- আর কতদূর?
স্বপ্নের সৈকত, ঘিরে সব চোর
অলি গলি রাজপথে- বিনাশী কুকুর,
বিক্ষত জনপদ দেখা নেই তোর
কোথা তব পান্জেরী- আর কতদূর......?
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০