তোমার তখন অঢেল অবহেলা
আমায় ভাবার হয়নি সময়- বেলা
আমার তবু আকুল আহাজারি
বুকের ভেতর বিপুল তাবেদারি।
দুঃখগুলো ছাই হলো সব পুড়ে
দিনের আলোয় রাত্রি গেছে মরে
তুমিও পুড়ো, আমিও পুড়ি একা
জলের সাথে নদীর হয়না দেখা।
আমার পথে আমিই পথিক একা
শুন্যতাকে জড়িয়ে আঁকি সখা,
একজীবনে আরেক জীবন পেলে
তোমার হাতে সাগর দিতুম তুলে।
এই জীবনে নেই জীবনের ভাষা
যুদ্ধ করেই ঢেউয়ের উপর ভাসা
নদীর সাথে মাটির সখ্য হলে
আবাসগুলো ভরতো কোলাহলে।
তোমার দূয়ার আটকে দাড়ি- কমা
শুরুর ভুলে উফশী জাতের ক্ষমা,
শপথ ভুলে মিথ্যে কপাট- আড়ি
সত্য- ছোঁয়ায় ভীষণ কারাকড়ি।
আমার তবু আঁধার খোঁজার স্বাদ
জোছনা বিহীন গুনি- ধারাপাত
এক চিমটি স্বপ্ন আঁকা- তাঁরা
আকাশ দেখা- মেঘ বৃষ্টি ছাড়া।
অধিক শোকে বুকটা তবু খাঁ খাঁ
সময় সমেত কষ্ট খেয়ে থাকা
স্বপ্ন পুড়াই- পুড়ে জীবন ছাই
আমি ছাড়া পুড়ার কেহ নাই.....
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২