হোঁচট খেয়েও হেসে ওঠায় বড্ড স্বাদ পেয়ে গেছি
পুরোনো তাবিজে গলাবন্দী করে হাসতে পারার নামই জীবন
বুঝে গেছি
দৈনিক সংবাদ পড়ি; দেখিনা অতীত ও ভবিষ্যত কিছু
সাজানো আসবাব দেখি
পোষা প্রাণী, গাছ, জীবজন্তু অবসরে ঘুমোতে যায়
বেলকনির স্বপ্ন নিয়ে ঠাঁই বসে আছে নির্বাক শালিক
দুটো কালো কুকুর দৃষ্টি দিচ্ছে ওপাশের কার্নিসে
বর্ষাবঁধু হাত পা রাঙিয়ে ইচ্ছেমতন হাসে কথা বলে হরদম।
এ পাশের কার্নিসে হাসি মুখে দোল খায় দুঃখচোখ নিশ্চুপ
কেউই বলেনি কখনো-
জেগে আছো; ঘুমোওনি কেনো ?
তুমুল বৃষ্টি হবে, ভিজে যাবে। ঘরে ফেরো
ফিরেছো কি ?
দেরি হবে খুব ?
সাবধানে এসো।
এপাশের কার্নিসে ঘুমিয়ে পড়বো ঠিক একদিন- দেখো,
দেখো -
ঠিক একদিন ফেলে আসা ছায়া হব
পরিচিত অবহেলা হব; নিশ্চিত
ঘুমন্ত বেড়াল হব ঠিক একদিন
আমিই তো পারিনি হতে আর কিছু....
ওপাশের কার্নিসে
পড়ন্ত সুখ
শালিকের মুখ
জলে ধোয়া বুক
ছুড়ে দেওয়া শব্দের অহেতুক সুখ
বুনেছিলে ?
বোনোনি তো- ফসলের রূপ
এপাশের বইগুলো বরাবরই চুপ
জ্বেলেছিলো ? জ্বালোনি তো
উঠোনের এক পাশে ক্ষয়ে যাওয়া ধূপ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬