ঝিনুক বুকে আগলে রাখা- মুক্তাগুলি-
একলা একা কষ্টে বাঁচে,
দিনের আলোয় লুকিয়ে থাকা শুকতারার
একলা থাকার কষ্ট আছে।
মাল্টিকালার সুঁতোয় বাঁধা-পুঁতির মালায়,
ভারী লকেট- একলা থাকে,
জড়িয়ে থেকেও একলা একা- বিষন্নমুখ
সুঁতোগুলো- বড্ড কাঁদে।
কষ্ট আসে উল্টা পাল্টা কটুক্তিরা-
সুঁতোয় গাঁথা- পদ্ম হলে,
বুকটা কেমন খাঁ খাঁ করে, অধির শোকে-
তাদের দেখা- মায়ার ছলে।
কেবল দেখি দূরের বাতি নিভে গেলে-
অপমানে জ্বলতে থাকে,
বুকের ভীতর জলের স্রোতে-পাথর গড়ায়,
কষ্ট তখন- একলা কাঁদে।
কষ্ট জাগে মুখ ফিরিয়ে- নিজের মতোই
চলতে থাকা- ব্যবচ্ছেদে,
ভুলেই গেছি চোখের জলের- বিন্দু বিন্দু,
একলা হওয়া- একার ফাঁদে।
তবুও বেশ ভালোই আছি- আবোল তাবোল,
রোদের ভীতর ফড়িং খুঁজে,
ঘরে ফিরি যখন দেখি- রাতের আঁধার
শুন্য একা- বুকের মাঝে।
কান্নাগুলো বৈরি বাতাস- ভালো থাকুক,
অবহেলার- কষ্ট ভুলে,
মূর্খ রাতের স্বপ্ন ভরা শতেক সুখের
পথ পাথালি- পাখনা মেলে।
বুক চুবিয়ে নিজের মতো- ঘুমিয়ে থাকুক
ঘুমিয়ে থাকা- কান্নাগুলো,
একাই চলুক শুন্যে থাকুক ঘুম বিহনে-
জেগে উঠার- গল্পগুলো.....!
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩