আর কোন দাবী নয়- আমার পালা আসুক এবার
নিশ্চিহ্ন হওয়ার আগে আরও কিছু ক্রোধ বাকী আছে
আরও কিছু পৈচাষ বাকী আছে এখনও,
আরও হিংস্রতা অবশিষ্ট আছে- ফিরে আসুক তারাও।
এখনও কিছু ভ্রুন টিকে আছে বিবেকের- ধূসর বর্তমানে
তাদেরও হত্যার আয়োজন মেতে উঠুক বুনো উল্লাস।
আরও ঘৃনা আরও অপমান- ডেকেছি তাদেরও।
নারকিয়তার আরও কিছু পঙ্তিমালা রেখে যাবো।
এই নাও গাছের বাকলে লেখা মজলুমের আড়াই অক্ষর,
দুয়ারে সজাগ থেকো, যদি শোনো ভক্ষকের ডাক,
যদি সন্দেহ হয়, মৃত্যুর দুয়ার আঁকা নদীর কিনারে চলে এসো
পাখির পালকে লেখা শব্দগুলো ফেরাতে ভুলো না- কখনও....
যে-রাত তৃষ্ণার্ত, তাকে তুলে নিও ভাতমাখা হাতে
কখনও সমুদ্রে গেলে সাথে নিও- মিনিপ্যাক কনডম।
অনন্ত জ্যোৎস্নার রাতে মেঘের রচনাবলি পুড়ুক মাঘিপূর্নীমা,
এই ধর্ষিত জনপদ এই মানচিত্রে ফিরুক নীলকর।
বিনাশী বীর্য এখনও জমা আছে অক্ষম কাপুরুষ খায়েসে
সেগুলিও ঢেলে দাও ধর্ষিত পতাকার- যৌনাঙ্গে,
তবুও তৃপ্ত হোক ওরা- অতৃপ্ত নপংশু ফুলশজ্জায় সাজুক নিয়তি....
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯