তুমি আমায় ডেকেছিলে জন্মদিনের নেমন্তনে
--------------------------------------------
এর আগে যে বনানীতে আরেকখানা জমকালো জন্মদিন হল,তা-কি মেয়ে তুমি দ্যাখ নাই ? নাকি দেখে জেনে বুঝে তুমিও অমন নেমন্তন প্রত্যাশী ছিলে ! সাফাত,ইভানেরা তো তোমাদেরই খোঁজে এবং কে বা কারা ডাকে সারা দেবে তাও ওরা বোঝে ।
নিজের ভালমন্দ নিজে যতদিন না বুঝবে ততদিন তুমি নিরাপদ নও । চাইলেই নিজকে বাঁচিয়ে চলতে পার কিন্তু তোমরা চাওনা বলেই সাফাত ইভানদের মত পশুদের খপ্পরে পরো ।
এখানে আমার একান্ত নিজস্ব একটা মতামত তা হচ্ছে--- ইভানের সাথে তোমারও শাস্তির ব্যবস্থা হওয়া উচিত কারণ এরফল স্বরূপ পরবর্তীতে তোমার মত অন্যকোন মেয়ে শেয়ালের কাছে মুরগি বর্গা দিতে পা বাড়াবে না ।
কথাটা অনেক রাগে ক্ষোভে বলতে বাধ্য হলাম,যদিও জানি অতিপ্রগতিশীলদের প্রতিক্রিয়ায় চিকুনগুনিয়ার মত কিছু একটায় আক্রান্ত হবার আশঙ্কা । তবে মেয়ে, তুমি ভুলে যেওনা -উশৃঙ্খলতা আর আধুনিকতা এক নয় । এ দুটো বিষয় জন্মদিনের নেমন্তন পেলে গুলিয়ে ফেলো কেন বলতে পার ?
সমস্যাটা এখানেই বড়, যখন নিজের যা আছে তা নিয়ে তুমি তুষ্ট থাকো না । সমস্যাটা এখানেই হয় যখন আকাশ কুসুম ভাবনায় গিয়ে চোরাবালিতে পা রাখো । এরপর আর পা উঠাতে পারো না ।
পরিমল,ফকরুল,সাফাত,ইভানদের আমরা জানি । তবু কেন মেয়ে ঐ নেমন্তন তোমায় সবদিয়ে রক্ষা করতে হয় বলতে পারো ?
গ্রামে একটা প্রবাদ চালু আছে -- কে লো কম ? বেবাকই ছেনালের যম ।
(এক কবি বন্ধুর ফেবু স্টেটাস তার অনুমতি নিয়ে শেয়ার করলুম।ভিন্নমত না সহমত সে অন্ন প্রসঙ্গ..................মতামতের জন্য গোবেচারা পোষ্টদাতা কোনক্রমেই দায়ী বলিয়া গণ্য হৈবেক না।)
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭