নয়া তার পোষ্ট পেলে
সাথে সাথে দিল খোশ;
সকলেরি প্রিয় তিনি
সাদা মনের মানুষ।
নিকে সাদা,নয় সিধে
আগাগোড়া সে দামাল;
নামেতেই বুঝা যায়
আসলেই সে কামাল।
মজলিশে লোক তিনি
আড্ডাটা চাই-ই চাই;
এ ছুতোয় হলিডেতে
প্রিয় মুখ সবেরে পাই।
ফটো ব্লগে রাজা তিনি
ক্যামেরায় সে কি জাদু!
দেখে চোখ ছানাবড়া
মুখে বোল,,,সাধু সাধু।
যোদ্ধা সে ক্যামেরার
ছুটে বনে বাঁদারে;
কথা কয় ছবি তার
বর্ণিল আলো আঁধারে।
বেদুইন রাখাল যেনো
চষে সারা দুনিয়া;
ফুল পাখী প্রকৃতি
ছবি নাই কি নিয়া?
সোৎসাহে ফটো দেখে
বাকী কথা ভুলনা;
ভ্রমন ব্লগেও তার
নেই কোন তুলনা।
ছুটে চলে অবিরত
দূরে পথে প্রান্তরে;
ভ্রমনে বিরামহীন
হয়না সে ক্লান্তরে।
যাই দেখে,ক্লিক ক্লিক
ক্যামেরাতে বন্দী;
প্রকৃতির সাথে তার
কি আজব সন্ধি।
ছবি যেন জীবন্ত
আজগুবে শিল্প;
একেকটা ছবি তার
একেকটা গল্প।
ছবিতো অনেকে তুলে
বুঝাতে পারে ক'জনা?
লেখনির জাদু স্পর্শে
দেখান যা যা অজানা।
লেখনীর ক্রিটিসাইজ
নয় মোর কম্মো;
প্রাঞ্জল ভাষা তার
সহজে বোধগম্য।
সবচেয়ে ভালো লাগে
সদা হাসি মুখটা;
বড় বেশী প্রিয় মোর
আজব ঐ লোকটা।
আমি অতি সাধারণ
নই কোন বোদ্ধা;
লেখকেরে জানালুম
কাঁচা হাতে শ্রদ্ধা।
উৎসর্গঃ
আড্ডাটা যেই মিস
শুরু তার উসখুশ;
ডেডিকেট তাহারেই
সাদা মনের মানুষ।
ছবিঃ
প্রপির ছবিটা ছাড়া
যেই পেনু বাকী দুটি;
ধুমধাম কপি পেস্ট
যেন হাতে স্বর্গটি।
কানেকানে ফিসফিস
বিয়াতে যা লাগছেনা;
কোরবানি খাসি দেখে
দুখে জলও থামছেনা।
মোর কেত্তনঃ
আজ মোর পুরালো
গোল্ডেন জুবিলি;
সামুর এই জার্নিতে
কি দিলি কি খোঁয়ালি?
প্রশ্নের সাথে সাথে
যাই পেয়ে উত্তর;
দিয়েছে সামু দু'হাতে
কুড়িয়েছি সত্বর।
নিঃস্ব আমি রিক্ত আমি
দেবার কিছুই নাই;
মনটা ভরা ছ্যাঁচরামো
তাই সব নিয়ে পালাই।
আগডুম রচি রচি
যত করি ফিফটি;
হইনি ব্লগার আজো
রয়ে গেনু চিপ টি।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১