# দেশের জন্মের বিরুদ্ধে অবস্থান নিয়ে হত্যা যজ্ঞে মেতে ওঠা স্বদেশীদের ক্ষমা করেনি দেশের তারুণ্য । ইতিহাসের শত শত বিকৃতি আর বিভ্রান্তি ঠেকাতে পারেনি রাজাকারের শাস্তি। দুঃশাসন তারুণ্যকে দুর্বল ও বিক্ষিপ্ত করতে পারে, তাই বলে মৃত নয় । তারুণ্য দেশের প্রয়োজনে বারবার ফিরে আসবেই নানা রূপে। শাসক তাঁকে বোবা করতে পারে, বোকা ভাবতে পারে , কিন্তু ধোঁকায় রাখতে পারেনা আজীবন। সেটা সম্ভব নয়।
# জীবিকার তাগিদে পতাকা বিক্রি করা যায়, জীবিকার তাগিদে “ স্বাধীনতা” বিক্রি হয় কি?
# যে পরিচয়ে সম্মান খুঁজে পায়না কোন জাতি
সে জাতির হতাশা কি কোন সংক্রামক ব্যাধি
নাকি এ কেবল কোন ভয়ানক রোগের উপসর্গ ?
ছবি সুত্রঃ
১) আমার চোখে ২০১৩ শাহবাগ আন্দোলনের একটি মুহূর্ত
২) আমার চোখে ঢাকার কাওরান বাজারে একজন পতাকা বিক্রেতা
৩) সাংবাদিক খালেদ মহিউদ্দিন এর বর্তমান কর্মস্থলের ইউটুব পেজ থেকে করা অতি সাম্প্রতিক এক জরীপের ফলাফল।