আজ ১২'ই রবিউল আউয়াল
ইসলাম ধর্মের প্রবর্তক- ''আবু আল-কাশিম মুহাম্মাদ ইবনে ʿআবদুল্লাহ ইবনে ʿআবদুল মুত্তালিব ইবনে হাশিম ওরফে হযরত মুহাম্মদ সঃ এর জন্মদিন ।
অনেকে'র মতে তাঁর জন্ম ৫৭০ খ্রিষ্টাব্দে অনেকের মতে ৫৭১ খ্রিষ্টাব্দে ।
জন্মসাল নিয়ে যেমন মতবিরোধ আছে তেমনি তারিখ নিয়ে'ও মতবিরোধ আছে।
জন্মসাল নিয়ে মতবিরোধের কারণ- মধ্যযুগে আরব পঞ্জিকায় ১২ মাসের হিসেব থাকলেও বছরের কোনো হিসেব হতো না। শাবান মাস, রজব মাস, মুহররম মাস এই রকম ১২ মাসের নাম ছিলো । কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি'র মতো কোনো বছরের নাম ছিলো না ।
তারা বছর হিসেব করতো ঘটনার মধ্য দিয়ে যেমন- ওকাজ মেলার পরের মাসে এই শিশুটির জন্ম হয়েছে বা এ' ঘটনার এক মাস আগের ঘটনা।
এরুপ আবাবিল পাখির ঘটনা অনুযায়ী নবী মুহাম্মদের জন্মসালকে হস্তিবর্ষ দ্বারা নির্দেশিত করা হয় ।
নবী মুহাম্মদ ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক এবং অন্ধকারাচ্ছন্ন বা জাহিলিয়া যুগের সংস্কারক অর্থাৎ তৎকালীন আরবের সমাজসংস্কারক ।
ধর্ম নির্বিশেষে আস্তিক নাস্তিক সকলের কাছে তিনি ছিলেন প্রচন্ড জ্ঞানী ও মেধাবী একজন । রাজনৈতিক পরিসরে'ও তিনি ছিলেন সফল । ৭০০ কোটি জনসংখ্যার এ নীল গ্রহে তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১৫০ কোটির'ও উপরে। আলোচনা সমালোচনার পর্ব ছাড়িয়ে মাইকেল এইচ হার্টসের ''১০০ মনিষীর জীবনীতে'' স্থান পেয়েছেন সকলের শীর্ষে ।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, সমাজসংস্কারক, বুদ্ধিমান রাজনৈতিক ব্যাক্তির জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধা ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০