বয়স বাড়ার সাথে সাথে আনন্দ বা স্বাদ আল্লাদের ধাপের ও নানান ধরণের পরিবর্তন এসেছে ।
একটা বয়সে যেসব জিনিসে অন্তর বড়ই প্রফুল্ল হতো যেসব জিনিসে অন্তরের আত্মিক ক্ষুধা নিহিত থাকতো তা আজকাল প্রায় নেই বললেই চলে।
যেমন ধরা যাক বৃষ্টি !
একটা সময় আকাশ কালো হওয়া মানে ছিলো চিত্ত রঙ্গিন হওয়া ।
একটা সময় আকাশ ছেঁয়ে বৃষ্টি ঝরা ছিলো মানে অন্তরের প্রকৃত সুখের স্বোজোরে স্বাধীন গর্জন ।
মেঘের সুড়ে অন্তর আত্মাকে প্রষন্নিত করা ছিলো একধরণের স্বাধীনতা ।
বৃষ্টির জলে সমস্ত বিষাদের অকাতরে বিসর্জন আর বুকের ভেতর সৃষ্টি সদা নব্য জাগ্রত প্রেমের আকাশ পাহাড় সৃষ্টি ।
বর্ষার জলে প্লাবিত হতো কতো শত অনুভূতির দল আর জলের স্রোতে ভাসত একপৃথিবী সম নিজ সুখের আর্তনাদ ।
জীবনের একটা বিরাট অংশ ছিলো বর্ষা আর একটা মহাজাগতিক কাল ছিলো বরষা কাল।
এখন আর সেই অনুভূতি নেই তবে বর্ষা ঠিকই তার জায়গা ধরে রেখেছে নিজেকে রেখেছে অক্ষত ।
আজ বর্ষা আমায় ধরা দেয় না !
হয়ত সদা বলিষ্ঠ নব্য জাগ্রত কোন প্রেমিক কিংবা প্রেমিকার অন্তর রঞ্জনে নিমগ্ন ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৫